ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

রাতের লড়াইয়ে ইংলিশ জায়ান্টরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
রাতের লড়াইয়ে ইংলিশ জায়ান্টরা ছবি: সংগৃহীত

ঢাকা: শীতের ছুটির পর আবারও শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট আসর। আর একই রাতে ভিন্ন ম্যাচে মাঠে দেখা যাবে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলের মতো জায়ান্ট দলগুলোকে।

এছাড়া চলতি মৌসুমে চমক দেখানো লিচেস্টার সিটিও মাঠে নামছে। তবে শীর্ষে থাকতে হলে জয়ের বিকল্প নেই আর্সেনাল, লিচেস্টার ও ম্যানসিটির সামনে।

বাংলাদেশ সময় পৌনে সাতটায় ওয়েস্টহামের বিপক্ষে মুখোমুখি হবে লিভারপুল। ওয়েস্টহামের ঘরের মাঠ বোলেইন গ্রাউন্ডে আতিথিয়েতা নিতে যাবে অলরেডসরা। লিগে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে লিভারপুল। আর এক পয়েন্ট কম নিয়ে ঠিক পরের অবস্থানেই ওয়েস্টহাম। দু’দলের শেষ পাঁচবারের দেখায় লিভারপুলের তিনবার জয়ের বিপরীতে ওয়েস্টহাম জিতেছে দু’বার।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে রাত নয়টায় নিউক্যাসেল ইউনাইটেডকে আতিথিয়েতা জানাবে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল। বহু বছর পর শিরোপার স্বপ্ন দেখা গানাররা অবশ্য লড়তে যাচ্ছে রেলিগেশনের খরায় থাকা দলটির বিপক্ষে। নিউক্যাসের বর্তমান অবস্থান ১৮তম। আর দু’দলের সর্বশেষ পাঁচবারের দেখায় সবটিতেই জিতেছে আর্সেনাল। তাই কিছুটা নির্ভার দলের কোচ আর্সেন ওয়েঙ্গার।

আর্সেনালের মতো ঠিক একই সময়ে সোনায়নসি সিটিকে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আতিথিয়েতা জানাবে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে বলা হচ্ছে ম্যানইউ’র ওপর ভূত ভর করেছে। টানা সাত ম্যাচে জয়ের দেখা পায়নি লুইস ফন গালের শিষ্যরা। ১৯ ম্যাচে রেড ডেভিলসদের পয়েন্ট ৩০। লিগ টেবিলে অবস্থান ষষ্ঠ। তবে ১৭তম অবস্থানে থাকা সোনানসি কঠিন প্রতিপক্ষ। কারণ দলটির সঙ্গে শেষ পাঁচবারের দেখায় ম্যানইউ চারবার হেরে জিতেছে একবার।

জায়ান্ট দলগুলো মধ্যে শেষ খেলায় রাত সাড়ে এগারোটায় ওয়ার্টফোর্ডের মাঠ ভাইক্রেজ রোড স্টেডিয়ামে খেলতে যাবে ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচ ৩৬ পয়েন্ট নয়ে লিগ টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে সিটিজেনরা। আর সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে নয়ে রয়েছে ওয়ার্টফোর্ড। দু’দলের শেষ পাঁচবারের দেখায় ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরাই তিনবার জিতেছে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

এদিকে চলতি মৌসুমে চমক দেখিয়ে বেশ কিছুদিন লিগ টেবিলের শীর্ষে ছিল কম বাজেটের দল লিচেস্টার সিটি। তবে সর্বশেষ ম্যানসিটির বিপক্ষে ড্র করে দ্বিতীয়তে নেমে গেছে দলটি। আজ রাত নয়টায় ঘরের মাঠ কিংস স্টেডিয়ামে বার্নমাউথকে আতিথিয়েতা জানাবে লিচেস্টার। বার্নমাউথ লিগ টেবিলের ১৬ নম্বরে রয়েছে। তবে দু’দলের সর্বশেষ তিনবারের দেখায় অবশ্য বার্নমাউথ দুটি জয়ের বিপরীতে হারেনি কোন ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০২ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।