ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

ম্যানইউর জার্সিতে রুনির রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
ম্যানইউর জার্সিতে রুনির রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: এক ম্যাচে দু’টি মাইলফলক ছুঁলেন ওয়েইন রুনি। অধিনায়কের গোলের সুবাদেই সোয়ানসি সিটির বিপক্ষে (২-১) জয় দিয়ে বছর শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড।

এতেই রেড ডেভিলসদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন রুনি। একইসঙ্গে প্রিমিয়ার লিগ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনটিও এখন তার দখলে।

আর মাত্র ১২টি গোল করলেই ইংলিশ কিংবদন্তি ববি চার্লটনকে ছাড়িয়ে যাবেন রুনি। হবেন ম্যানইউর সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার। সোয়ানসির বিপক্ষে জয়সূচক গোলটি করেই সাবেক স্কটিশ স্ট্রাইকার ডেনিশ ল কে পেছনে ফেলেন ত্রিশ বছর বয়সী এ ফরোয়ার্ড। এখন পর্যন্ত ইংলিশ জায়ান্টদের জার্সি গায়ে তিনি ৫০৩ ম্যাচে ২৩৮টি গোল করেছেন।

অন্যদিকে, সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যান্ড্রু কোলকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের গোলদাতার তালিকায় দ্বিতীয় ‍আসনে বসেন রুনি (৪১৫ ম্যাচে ১৮৮ গোল)। তবে শীর্ষে উঠতে ইংলিশ অধিনায়ককে আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। কারণ, এক নম্বরে থাকা সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়েরারের গোলসংখ্যা ২৬০টি (৪৪১ ম্যাচে)।

প্রসঙ্গত, গত বছরই ববি চার্লটনের (৪৯ গোল) রেকর্ড ভেঙে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েন রুনি। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে তিনি ১০৯ ম্যাচে ৫১টি গোল করেছেন। এবার ম্যানইউর হয়েও রুনির সামনে এখন চার্লটনকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি!

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।