ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

চয়নকে ছাড়াই হকির দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
চয়নকে ছাড়াই হকির দল ঘোষণা

ঢাকা: আগামী ০৬ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে এসএ গেমস। দ্বাদশ আসরকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।



তবে, ১৮ সদস্যের দলে নাম নেই অভিজ্ঞ মামুনুর রহমান চয়নের। ৯ বছর পর জাতীয় দল থেকে বাদ পড়েছেন এই ডিফেন্ডার। দুই বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন গোলরক্ষক জাহিদ হোসেন।

কৃষ্ণ দাসকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে সারোয়ার হোসেনকে।

বাংলাদেশের কোচ মাহবুব হারুনের অধীনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে এসএ গেমসের জন্য অনুশীলন করছে হকি দল।

বাংলাদেশ দল:
সারোয়ার হোসেন (অধিনায়ক), অসীম গোপ, জাহিদ হোসেন, আশরাফুল ইসলাম, ইমরান হাসান পিন্টু, রেজাউল করিম, ফরহাদ আহমেদ, খোরশেদুর রহমান, তাপস বর্মণ, হাসান জুবায়ের নিলয়, রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, সাব্বির হোসেন, মইনুল ইসলাম, পুষ্কর খীসা মিমো, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন ও কৃষ্ণ দাস।

স্ট্যান্ডবাই: আবু সাঈদ, বেলাল হোসেন, নাঈম উদ্দিন ও দ্বীন ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ০৩ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।