ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

মালদ্বীপের বিপক্ষে মামুনুলদের বাঁচা-মরার লড়াই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
মালদ্বীপের বিপক্ষে মামুনুলদের বাঁচা-মরার লড়াই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্পোর্টস ডেস্ক: চলতি আসরের সাফ ফুটবলের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হেরে সেমিফাইনালের পথ অনেকটাই কঠিন করে তুলেছেন মামুনুলরা।



প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর টুর্নামেন্টে টিকে থাকতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজ বাহিনী।

শনিবার (২৬ ডিসেম্বর) কেরালার ত্রিবান্দরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

গ্রুপ বি-তে থাকা বাংলাদেশ দলের টুর্নামেন্ট শুরুর আগের পরিকল্পনাতেই ছিল, প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে হেরে গেলে পরের দুই ম্যাচে জয় নিয়ে সেমিফাইনালে যাবার পথ খুঁজবে। সেই লক্ষ্য পূরণে নিজেদের সর্বোচ্চ দিয়ে মালদ্বীপের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ।

তবে মালদ্বীপের বিপক্ষে হেরে গেলে সেমিফাইনালে যাওয়ার আর কোনো পথ খোলা থাকবে না ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নদের। এ ম্যাচে হেরে গেলে ২৮ ডিসেম্বর ভুটানের সঙ্গে নিয়ম রক্ষার শেষ ম্যাচ খেলে দেশে ফিরতে হবে মামুনুলদের। তাই মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি মামুনুলদের বাঁচা-মরার লড়াই!
 
এদিকে, সাফের এবারের আসরের শুরুটা ভালো করেছে মালদ্বীপ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে। প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখে এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশর বিপক্ষে জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই মালদ্বীপ চাইবে সাফের এবারের আসরের শেষ চার নিশ্চিত করতে।
 
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১৫
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।