ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নেপালে রোমানরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নেপালে রোমানরা

নেপালের ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগে খেলতে ডাক পেয়েছিলেন বাংলাদেশের ৬ জন। গত ৫ জানুয়ারি চার জন নেপাল গেছেন।

আজ রোববার নেপাল পৌঁছেছেন বাকি দুই খেলোয়াড় শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন।  

প্রথম দফায় মিজানুর রহমান, ইয়াসিন আরাফাত, মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া নেপাল গেছেন। বাংলাদেশের ৬ খেলোয়াড়ের মধ্যে মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া খেলবেন পোখরা লেকার্সের হয়ে, ইয়াসিন আরাফাত খেলবেন ধানগাদি ওয়াইল্ড-কেটসের হয়ে, মিজানুর রহমান খেলবেন কাঠমান্ডু মেভারিকসের হয়ে এবং শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন খেলবেন হিমালয়ান রাইডার্সের হয়ে।

শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেনের নেপাল যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, 'আগেই ৪ জন নেপাল গেছেন। আজ সকালের ফ্লাইটে বাকি দুই খেলোয়াড় শাহান ও রোমান নেপাল গেছেন। '

বাংলাদেশের কাবাডি খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ভরসা ছিল শুধুই ভারত। সেখানে প্রতি আসরে দু-একজন খেলার সুযোগ পান। এখন নেপাল ফ্র্যাঞ্চাইজি লিগ প্রবর্তন করায় বাংলাদেশের খেলোয়াড়দের জন্য খুললো নতুন দরজা। তবে ভারতের প্রো-কাবাডি লিগের নিলামে খেলোয়াড়রা নিজেদের পারিশ্রমিক সম্পর্কে জানলেও নেপালের লিগে নিজেদের পারিশ্রমিক সম্পর্কে কিছুই জানেন না।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।