ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

শুক্রবার থেকে শুরু হচ্ছে কাবাডির কন্ডিশনিং ক্যাম্প

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
শুক্রবার থেকে শুরু হচ্ছে কাবাডির কন্ডিশনিং ক্যাম্প

বাংলাদেশ কাবাডি ফেডারেশন (বিকেএফ) শুক্রবার থেকে পুরুষ ও মহিলা জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে। সম্প্রতি শেষ হওয়া বিজয় দিবস কাবাডি থেকে মোট ৫৪ জন খেলোয়াড়-২৭ জন পুরুষ এবং ২৭ জন মহিলা ক্যাম্পে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

ক্যাম্প সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের (বিকেএফ) সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, সামনে বেস্ট সূচি আছে। ছেলেরা বিশ্বকাপে খেলব। নারী দলেরও ব্যস্ট সূচি রয়েছে। তাই আমরা আমাদের চূড়ান্ত দল গঠনের জন্য এই ক্যাম্পের আয়োজন করেছি। হকি ফেডারেশন মহিলা দলকে ফেব্রুয়ারিতে ইরানে আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপে এবং ভারতে মার্চ-এপ্রিলের বিশ্বকাপে পাঠাবে।

এছাড়া পুরুষ দলের জন্য একটি লম্বা সিরিজের ব্যবস্থা করার পরিকল্পনা করছে, যদিও এজন্য এখনো কোনো দেশ খুঁজে পায়নি ফেডারেশন।

শুক্রবার থেকে স্থানীয় কোচদের অধীনে শুরু হওয়া পুরুষ ও মহিলাদের ক্যাম্প থেকে ১৫ সদস্যের পুরুষ দল এবং ১৫ সদস্যের মহিলা দল নির্বাচন করবে। সোহাগ বলেন, স্থানীয় কোচের অধীনে ক্যাম্পগুলো শুরু হবে। এটা শুধু একটি কন্ডিশনিং ক্যাম্প। আমরা যদি মনে করি আমাদের কোনো বিদেশি কোচের প্রয়োজন আছে, আমরা অবশ্যই তাদের আনার চেষ্টা করব।

ক্যাম্প পরিচালনার জন্য স্পনসরদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন, ফেডারেশন এখন ব্যয় বহন করবে। এর মধ্যে, আমরা কিছু ঘরোয়া টুর্নামেন্টের ব্যবস্থা করব, স্পনসরদের আমন্ত্রণ জানাব এবং তাদের স্পনসর করার জন্য অনুরোধ করব।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।