ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ! 

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ! 

আগামী নভেম্বরে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে বাংলাদেশ। সেজন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বরাদ্দ পেয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন (বিএএফ)।

এমনটাই জানিয়েছেন বিএএফ সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তবে টুর্নামেন্ট আয়োজনের আগে সমন্বয় করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে।

বর্তমানে আর্চারির প্রাণকেন্দ্র টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম। যদিও এই স্টেডিয়াম নিয়ে বেশ কয়েকবার বাফুফের সঙ্গে ঝামেলা হয়েছে বিএএফের। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো চলছে। শেষ করার পর তা বাফুফেকে বুঝিয়ে দেবে ক্রীড়া পরিষদ।  

বিএএফ সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘আমরা এই টুর্নামেন্ট আয়োজনের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চেয়েছি। তারা (জাতীয় ক্রীড়া পরিষদ) আমাদের বরাদ্দ দিয়েছে, এখন আমাদের ফুটবল ফেডারেশনের সঙ্গে সমন্বয় করতে হবে। ’

গত বছর নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি এশিয়া কংগ্রেসে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে ভোটে চীনকে ১৪-১০ ব্যবধানে হারায় বাংলাদেশ।

অলিম্পিক ২০২৮ এর জন্য একটি নতুন লক্ষ্য নির্ধারণ করেছে বিএএফ। সেই লক্ষ্য অর্জনের জন্য ফেডারেশন প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক এবং স্পনসর সিটি গ্রুপের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

চপল বলেন, ‘আমরা ২০২৮ অলিম্পিকের জন্য একটি নতুন লক্ষ্য নির্ধারণ করি যাকে আমরা ভিশন ২০২৮ বলি। তাই আমরা মার্টিন এবং আমাদের স্পনসর সিটি গ্রুপ উভয়ের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছি। আমরা শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশ করব। ’

বাংলাদেশ সময় : ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।