ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক সোনাজয়ী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক সোনাজয়ী আগেনেস কেলেটি/সংগৃহীত ছবি

আর মাত্র ৬ দিন পরেই ১০৪তম জন্মদিন উদযাপন করার কথা ছিল আগেনেস কেলেটি। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক সোনাজয়ী নারী জিমন্যাস্ট।

 

কেলেটি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন। এসব সমস্যা নিয়েই গতকাল নিজ দেশ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি হাসপাতালে মারা গেছেন তিনি।

জিমন্যাস্টের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবার অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিলেন কেলেটি। এর মধ্যে ১৯৫২ সালে হেলসিঙ্কিতে যখন প্রথম স্বর্ণ জেতেন, তখন তার বয়স ৩১ বছর। এরপর ১৯৫৬ সালে মেলবোর্ন গেমসে আরও ৪টি স্বর্ণ জিতে নেন। সেই সঙ্গে সর্বকালের সবচেয়ে বয়স্ক নারী জিমন্যাস্ট হিসেবে স্বর্ণ জেতার রেকর্ড গড়েন তিনি। সবমিলিয়ে ১০টি অলিম্পিক পদক জিতেছিলেন কেলেটি। এর মধ্যে ৫টিই স্বর্ণ। যা তাকে হাঙ্গেরির ইতিহাসে দ্বিতীয় সফল ক্রীড়াবিদের খেতাব এনে দিয়েছে।  

কেলেটির জন্ম ১৯২১ সালে বুদেপেস্টের এক ইহুদি পরিবারে। ১৯৪০ সালে তিনি প্রথম চ্যাম্পিয়নশিপ জেতার স্বাদ পান। কিন্তু ইহুদি হওয়ার কারণে ওই বছরের শেষদিকে সকল প্রকার ক্রীড়া কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হয় তাকে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজেকে আড়ালে রেখে বেঁচে যান হিটলারের নাৎসি বাহিনীর চালানো হলোকাস্ট থেকে। তবে তার বাবা ও কয়েকজন আত্মীয় অশভিটৎস বন্দিশিবিরে মারা যান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেশিদিন হাঙ্গেরিতে থাকতে পারেননি কেলেটি। ১৯৫৭ সালে তিনি ইহুদি রাষ্ট্র ইসরায়েলে বসবাস শুরু করেন। সেখানেই বিয়ে করে দুই সন্তানের মা হন তিনি। পাশাপাশি জিমন্যাস্টিকস কোচিং করান তিনি। তবে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জন্মভূমি হাঙ্গেরিতেই।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।