ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

দেশ ছেড়ে আমেরিকায় রোমান-দিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
দেশ ছেড়ে আমেরিকায় রোমান-দিয়া ছবি: সংগৃহীত

দেশের সেরা আর্চার জুটি রোমান সানা-দিয়া সিদ্দিকী। ২০২৩ গাঁটছড়া বাঁধেন দুই অলিম্পিয়ান আর্চার।

জাতীয় দলের ক্যাম্পে ছুটি চলছে। এর মাঝেই গত শনিবার আমেরিকায় পাড়ি জমিয়েছেন এই আর্চার জুটি। বিষয়টি নিশ্চিত করেছেন দিয়ার মা শাহানাজ বেগম শান্তা ।

দিয়া সিদ্দিকীর মা বলেন, ‘গত শনিবার ওরা আমেরিকায় গেছে। দিয়ার হাতে চোট আছে। সেই চিকিৎসা করাতে তারা আমেরিকায় গেছে। এর চেয়ে বেশি কিছু না। ’

আর্চাররা সবাই ২০২১ সালে পাওয়া যুক্তরাষ্ট্রের ভিসা কাজে লাগিয়েই সেখানে গেছেন। রোমান ও দিয়ার সঙ্গে বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করা হলেও তারা কেউ সাড়া দেননি। এইচএসসি পাস করার পর খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয়েছেন দিয়া। তাদের আগে আমেরিকায় পাড়ি জমান অসিম কুমার দাস, হাকিম আহমেদ রুবেল।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।