ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মানুষের উপকার হলে আমি বকা শুনতেও রাজি: তামিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
মানুষের উপকার হলে আমি বকা শুনতেও রাজি: তামিম ফেনীতে একটি বাণিজ্যিক শো-রুমের উদ্বোধন অনুষ্ঠানে তামিম ইকবাল

ফেনী: সম্প্রতি মোবাইল ভিত্তিক আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সঙ্গে নিজেকে জড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তামিম ইকবাল।  বিসিবির কোড অব কনডাক্ট ভঙ্গের অভিযোগও তুলেছেন কেউ কেউ।

কারণ বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা একাধিক ক্রিকেটার জড়িত আছেন সেই বিজ্ঞাপনে।  তবে এটাকে স্রেফ প্রচারণা বা বিজ্ঞাপনের অংশ হিসেবেই দেখছেন তামিম ইকবাল।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে ফেনীতে একটি বাণিজ্যিক শো-রুম উদ্বোধনে গিয়ে ভাইরাল হওয়া সেই বিজ্ঞাপন নিয়ে কথা বলেছেন তামিম।  তার মতে, কোনো কাজে যদি কিছু মানুষ উপকৃত হয় তাহলে সেটার জন্য তিনি লোকের বাজে কথা সহ্য করতেও রাজি আছেন।

এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘ওই ক্যাম্পেইনে কিছু পরিবার জমি পাবে।  আমি কিন্তু পাব না।  দরিদ্র শ্রেণির মানুষরা এ জমি পেলে আমি খুব খুশি হব।  এটি মানুষের জন্যই করা।  ব্যক্তিগতভাবে বকা শুনে দুইজন মানুষকে সহযোগিতা করতে পারলে, সেই বকা শুনতে আমি সব সময় রাজি। ’

ফেনীতে অনুষ্ঠানে তামিমের সঙ্গে ছিলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার ও ফেনীর ছেলে মোহাম্মদ সাইফুদ্দিন।  এ দিন তাদের একনজর দেখতে লোকে লোকারণ্য হয়ে ওঠে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক।

ভক্তদের এমন ভালোবাসায় সিক্ত হয়ে তামিম বলেন, সবার সঙ্গে দেখা করতে পারিনি, এ জন্য খারাপ লাগছে।  এত মানুষ আমাকে ভালোবাসে, এটি আল্লাহর রহমত৷ আজকে কথা বলতে না পারলেও সাইফুদ্দিনের সাথে আবার আসব। একটি অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে কথা হবে, দেখা হবে।

তামিম ইকবাল বলেন, চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর ওপর দিয়ে যাই।  কিন্তু কখনো নামা হয়নি।  ফেনীর উন্নয়ন দেখে অভিভূত হয়েছি।  এ শহর দেখে খুব ভালো লেগেছে।  এভাবে যদি সকল জেলা শহরের উন্নয়ন হয়, তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

এ সময় ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ সন্ধ্যায় তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের মধ্যকার একটি ফোনালাপ ফাঁস হয় গণমাধ্যমে।  পরের দিন সেই ফোনালাপ নিয়ে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তামিম।  তখন জানা যায়, এটি একটি বিজ্ঞাপনের প্রচারণার অংশ।  এরপর থেকেই এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪ 
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।