ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘রোমান সানা চাইলে ফিরতে পারবে, আমরা ডাকব না’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
‘রোমান সানা চাইলে ফিরতে পারবে, আমরা ডাকব না’

জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রোমান সানা। সম্প্রতি নিজের পারফরম্যান্সের ঘাটতির কারণে জাতীয় দলে ডাক পাচ্ছেন না তিনি।

অনেকটা অভিমান করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই আর্চার।

ইতোমধ্যেই আর্চারি ফেডারেশনে নিজের অবসরের সিদ্ধান্ত লিখিত আকারে জমা দিয়েছেন রোমান সানা। দুবাই থেকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।  

তিনি বলেন, ‘রোমান কিছুদিন আগে আমাদের কাছে লিখিতভাবে অবসরের কথা জানিয়েছে। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে আমাদের কিছু করার নেই। সে সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটার প্রতি সম্মান দেখিয়েছি। ’

ভবিষ্যতে আবার ফিরতে চাইলে রোমান ফিরতে পারবেন। তবে ফেডারেশন নিজ থেকে রোমানকে জাতীয় দলে ফেরানোর কোনো উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন রাজিব উদ্দিন। তিনি বলেন, ‘সে চাইলে আবার ফিরতে পারবে। তবে সে যেহেতু আনুষ্ঠানিকভাবে অবসরে গেছে, সেভাবেই আবার লিখিতভাবে আবেদন করে ফিরে আসতে হবে। ’

বলা হচ্ছিল অভিমান থেকে অবসরের সিদ্ধান্ত রোমান সানার। তবে পারফরম্যান্স না থাকায় হতাশা থেকেই অবসর নিয়েছেন রোমান এমনটাই মানছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সম্প্রতি তার পারফরম্যান্স ভালো ছিল না। বাছাইপর্বে নিজেকে মেলে ধরতে পারছিল না। তাই জাতীয় দলে ডাক পাচ্ছিল না। এখানে অভিমানের কিছু নেই। যার পারফরম্যান্স ভালো হবে সে জাতীয় দলে ডাক পাবে। ’

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।