ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সোমবার থেকে স্বাভাবিক নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মে ৩০, ২০২১
সোমবার থেকে স্বাভাবিক নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে

ঢাকা: করোনা মহামারির কারণে পুঁজিবাজারে লেনদেনের সময় একাধিকবার পরিবর্তন হয়েছে। তবে, সোমবার (৩১ মে) থেকে পুঁজিবাজারে স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

 

সোমবার সকাল সকাল ১০টা-দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত চলবে।  

রোববার (৩০ মে) বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাংকিং সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এ সময় প্রি-ওপেনিং সেশন ৯টা ৪৫ থেকে ১০টা এবং পোস্ট ক্লোজিং সেশন ২টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পযর্ন্ত চালু থাকবে।

করোনা কারণে একাধিকবার সময় পরিবর্তন হয় পুঁজিবাজারে। সর্বশেষ গত কয়েকদিন ধরে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ৩০, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।