ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে গড় লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়ালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মে ২৯, ২০২১
পুঁজিবাজারে গড় লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়ালো

ঢাকা: ঈদুল ফিতর পরবর্তী দ্বিতীয় সপ্তাহেও ইতিবাচক রয়েছে দেশের পুঁজিবাজার।  বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সব সূচক বাড়ার সঙ্গে সঙ্গে গড় লেনদেনও দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড় লেনদেন হয়েছে এক হাজার ৯২০ কোটি এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১১ কোটি টাকা।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭২ দশমিক ৭৫ পয়েন্ট বা ২ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮৫ দশমিক ৮২ পয়েন্টে।  

অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২ দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়ে যথাক্রমে ১ হাজার ২৮৫ দশমিক ১ পয়েন্ট এবং ২ হাজার ১৮৯ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে।

বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় বিদায়ী সপ্তাহে চার কার্যদিবসে ডিএসইতে ৭ হাজার ৬৮৩ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ১১৫ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮ হাজার ৪২৪ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ৬৪০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৭৪০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার ৫২৫ টাকা বা ৯ শতাংশ কমেছে।

৪ কার্যদিবসে টাকার পরিমাণে লেনদেন কমলেও ডিএসইতে গড় লেনদেন বেড়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে গড়ে প্রতি কার্যদিবস লেনদেন হয়েছে ১ হাজার ৯২০ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ২৭৯ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৬৮৪ কোটি ৮৯ লাখ ২৪ হাজার ৭২৮ টাকা করে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২৩৬ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯২ হাজার ২৯২ কোটি ৯ লাখ ৬৬ হাজার টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২ হাজার ৭৪৩ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৪৫১ কোটি ৪০ লাখ ৬২ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৭ দশমিক ৮৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৮ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও শূন্য দশমিক ৪১ পয়েন্ট বা ২ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার ও ইউনিট দর।

গত সপ্তাহে ডিএসই’র টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানি হলো- বেক্সিমকো, প্রাইম ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং ন্যাশনাল ফিড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ১১ হাজার ৯৪৪ টাকার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৭৩ কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৪৬৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ২৯ কোটি ৮৬ লাখ ২ হাজার ৫২৪ টাকা বা ৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে গড় লেনদেন হয়েছে ১১১ কোটি ২ হাজার ৯৮৬ টাকা।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০৯ দশমিক ৭৬ পয়েন্ট বা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪৭ দশমিক ৪০ পয়েন্টে।  

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৪টির দর বেড়েছে, ৯০টির কমেছে এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে চলছে বিধিনিষেধের লকডাউন। এর মধ্যে ঈদুল ফিতরের আগ থেকে ঈদ পরবর্তী সময়ে ইতিবাচক রয়েছে বাজার। দীর্ঘ সময় ধরে বাজার স্থিতিশীল থাকায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, গত এক বছরে বিএসইসি যেসব পদক্ষেপ নিয়েছিল সেটি বাস্তবায়ন হওয়ায় এর সুফল ভোগ করছে বিনিয়োগকারীরা। দীর্ঘ এক দশকের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে দেশের পুঁজিবাজার। ৫০০ কোটি টাকার লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এক কথায় সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় ইতিবাচক রয়েছে দেশের পুঁজিবাজার বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ২৯, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।