ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

৬৬ কোম্পানির শেয়ার ১দিনে সর্বোচ্চ ২ শতাংশ দাম কমতে পারবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
৬৬ কোম্পানির শেয়ার ১দিনে সর্বোচ্চ ২ শতাংশ দাম কমতে পারবে

ঢাকা: ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া ৬৬ কোম্পানির শেয়ারের দাম বাড়া-কমার সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শনিবার (১০ এপ্রিল) বিএসইসি নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি বলেন, ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নেওয়া হলেও দাম কমার ক্ষেত্রে একদিনে সর্বোচ্চ ২ শতাংশ কমতে পারবে।

একইসঙ্গে দাম বাড়ার ক্ষেত্রে আগের নিয়মই থাকছেন। শনিবার এই সংক্রাস্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে তিনি জানান।

নতুন আদেশ অনুযায়ী, ৬৬টি কোম্পানির শেয়ার একদিনে সর্বোচ্চ কমতে পারবে ২ শতাংশ। তবে, দাম বাড়ার ক্ষেত্রে আগের মতোই ১০ শতাংশ সীমা বহাল রয়েছে।

জানা গেছে, ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহের পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। এর ফলে বিনিয়োগকারীরা ফ্লোর প্রাইস পুনর্বহালের দাবি জানায়। ওই দাবির পরিপ্রেক্ষিতে ৬৬টি কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম বাড়া-কমার সীমা নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

গত ৭ এপ্রিল বিএসইসির ৭৬৯তম কমিশন সভায় ৬৬টি কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর ৮ এপ্রিল থেকে তা কার্যকর করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।