ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মার্চে শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২১
মার্চে শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ

ঢাকা: চলতি বছরের মার্চ মাসের শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। মার্চ মাসের লেনদেনের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয়।

মঙ্গলবার (০৬ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মার্চে ব্রোকার তালিকার শীর্ষে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। মার্চে দ্বিতীয় স্থানে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড ও তৃতীয় স্থানে সিটি ব্রোকারেজ লিমিটেড রয়েছে।

মার্চ মাসে শীর্ষ ২০ ব্রোকারেজ তালিকার অন্যান্যগুলো হলো- আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, এবি সিকিউরিটিজ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, মার্কেনটাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, মাল্টি সিকিউরিটিজ লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড এবং রয়েল ক্যাপিটাল লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।