ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সপ্তাহজুড়ে ডিএসইর লেনদেন বেড়েছে ৩৫১ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
সপ্তাহজুড়ে ডিএসইর লেনদেন বেড়েছে ৩৫১ কোটি টাকা

ঢাকা: বিদায়ী সপ্তাহে পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

তবে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সঙ্গে লেনদেন কমেছে।  

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৪৩৭ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ২৫৭ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৫১ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৭৭ টাকা বা ৮ দশমিক ৬০ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৮৬ কোটি ১২ লাখ ৬৪ হাজার ১৮০ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৮৮৭ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৪৫১ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৮১৭ কোটি ২২ লাখ ৫২ হাজার ৮৩৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৭০ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৬১৫ টাকা বেশি হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৩ পয়েন্ট বা শূরশূন্য দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৫ দশমিক ৯৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১০৫ দশমিক ৫৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৪২ দশমিক ৪৯ পয়েন্টে।
সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৯ হাজার ৭১০ কোটি ৭৯ লাখ ১৭ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৬৫ হাজার ৬৫৮ কোটি ২৮ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৪ হাজার ৫২ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকার বাজার মূলধন হারিয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৭টির বা ৩৪ দশমিক ৭০ শতাংশের, কমেছে ১২২টির বা ৩৩ দশমিক ৩৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১১৭টির বা ৩১ দশমিক ৯৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৭ দশমিক ৫৬ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৭ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও শূন্য দশমিক ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৭ শতাংশ কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৬৯ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৫৫৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৪৭ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ১৯২ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৭৮ কোটি ৪ লাখ ৬৩ হাজার ১৩৬ টাকা কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮২১ দশমিক ২৬ পয়েন্টে।  
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির দর বেড়েছে, ১৩০টির  কমেছে এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।