ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

গভর্নরের সঙ্গে বিএসইসির বৈঠক বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জুন ১, ২০২০
গভর্নরের সঙ্গে বিএসইসির বৈঠক বিকেলে বিএসইসি

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। সোমবার (০১ জুন) বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার বিকেল ৩টায় মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংকে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এতে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে কমিশনাররাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন এবং করোনা ভাইরাস পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুন ০১, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।