ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচকের বড় পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
পুঁজিবাজারে সূচকের বড় পতন দেশের দুই শেয়ারবাজারের লোগো।

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ মার্চ) পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। এর আগে বুধবার ও বৃহস্পতিবারও পুঁজিবাজারে সূচক কমে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৮৭ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ১৬ ও ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৯৯ ও ১৪৩৫ পয়েন্টে।

ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিন থেকে ১৩ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৫ কোটি টাকার।

ডিএসইতে এদিন ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, কমেছে ৩০৪টির এবং ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

রোববার ডিএসইতে টাকার পরিমাণে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো- ভিএফএস থ্রেড ডাইং, স্কয়ার ফার্মা, খুলনা প্রিন্টিং, খুলনা পাওয়ার, নাহি অ্যালুমিনিয়াম, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, মুন্নু স্টাফলার্স,  লাফার্জহোলসিম ও জিনেক্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩১টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

এদিন সিএসইতে ২০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি টাকার।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।