ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

একমির উদ্যোক্তা পরিচালক সিনহার শেয়ার কেনার ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
একমির উদ্যোক্তা পরিচালক সিনহার শেয়ার কেনার ঘোষণা কমি ল্যাবরেটরিজ লিমিটেড

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মিজানুর রহমান সিনহা শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মিজানুর রহমান সিনহা ১ লাখ ৮৫ হাজার শেয়ার কিনবে।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তিনি শেয়ার কেনা সম্পন্ন করবেন।

একমি ল্যাবরেটরিজের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আছে ৩২ দশমিক ৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারেীদের কাছে ৩১ দশমিক ৭৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ৫০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ৭১ শতাংশ শেয়ার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।