ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬৮২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ও ডিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩০৩ ও ২০১৩ পয়েন্টে রয়েছে।

লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বাড়ে। এরপর সূচক নিম্নমুখী হতে থাকে। বেলা ১১টার দিকে সূচক আরো কমে পাঁচ হাজার ৭০২ পয়েন্টে অবস্থান নেয়। বেলা ১২টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭০০ পয়েন্টে অবস্থান করে। তবে দিনশেষে ঊর্ধ্বমুখী ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাজার। উল্টো সূচক কমে লেনদেন শেষ হয়।

ডিএসইতে মঙ্গলবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬২১ কোটি ৯৯ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ১১৪ কোটি টাকা বেশি। আগের দিন (১১ মার্চ) ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০৬ কোটি ৮৪ লাখ টাকার।

এদিকে মঙ্গলবার ডিএসইতে ৩৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ৬০টির, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো- ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, মুন্নু সিরামিক, ইউনাইটেড পাওয়ার, ডাচ-বাংলা ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন, সিঙ্গার বিডি, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, ন্যাশনাল পলিমার ও ফরচুন সুজ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৮ পয়েন্ট কমে ১৭ হাজার ৪১৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।  

সিএসইতে ১৮ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।