ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূলধন বেড়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
পুঁজিবাজারে মূলধন বেড়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা

ঢাকা: চারদিন উত্থান আর একদিন সূচক পতনের মধ্য দিয়ে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহে সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় মূলধনও বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের দাম বাড়ায় বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন ৩ হাজার ৬২৯ কোটি ৮ লাখ টাকা বেড়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন ১ হাজার ৮৪২ কোটি ৭০ লাখ ৬৪ হাজার ৭২৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৬২৫ কোটি ১৫ লাখ ৭ হাজার ৬৭৬ টাকায়।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাজার মূলধন ১ হাজার ৭৮৬ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ৯৪৯ কোটি ৮২ লাখ ৯ হাজার টাকায়।  

ডিএসই’র তথ্য মতে, বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩ হাজার ৩ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৭৮১ টাকার লেনদেন হয়েছে।
এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ৩ হাজার ১৫৩ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৬৬৭ টাকার। যা শতাংশের হিসেবে আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ৭৭ শতাংশ কম।

তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিলো ১১৭টির, কমেছিলো ২০৬টির আর অপরিবর্তত ছিলো ২৩টি কোম্পানির শেয়ারের দাম।

অপর বাজার সিএসইতে সার্বিক সূচক ১৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩২৬ পয়েন্টে। এ সময়ে লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৭ লাখ ৪৩ হাজার ১৩০ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিলো ১৫৬ কোটি ৮০ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে বেড়েছে ১৮২টির, কমেছে ৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৮ কোম্পানির শেয়ারের দাম। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছিলো ১০১টির, কমেছিলো ১৬৮টির আর অপরিবর্তিত ছিলো ১৮টির।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।