ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ফের পতনের ধারায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
ফের পতনের ধারায় পুঁজিবাজার

ঢাকা: ফের পতনের ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। গত সপ্তাহের মতোই নভেম্বর মাসের প্রথম সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৪ নভেম্বর) সূচকের নিন্মমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৭২ পয়েন্ট কমেছে।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে সোম ও মঙ্গলবার টানা দু’দিন উত্থানের পর বুধ, বৃহস্পতি ও রোববার তিনদিন আবারো দরপতন হলো। শুধু তাই নয় গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও বড় দরপতন হয়েছিলো।

এদিনও ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমায় দরপতন হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই’র তথ্যমতে, রোববার এ বাজারে ১৪ কোটি ৩৩ লাখ ৯৫ হাজার ৮৭৮টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৩২ লাখ ৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫২৯ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার টাকা।

এদিন ডিএসই-এর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৪৮ পয়েন্ট কমে পাঁচ হাজার ২৩৮ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৪ পয়েন্ট কমে অবস্থান নেয় এক হাজার ২১১ পয়েন্টে।

এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ১২ পয়েন্ট কমে হয়েছে এক হাজার ৮৫২ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৫৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।

এদিকে সিএসইতে সার্বিক সূচক ৭২ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৯৬টির এবং ২৩টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৫ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩১ কোটি ৬০ লাখ ১২ হাজার ৩১২ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।