ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মেঘনা সিমেন্টের ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
মেঘনা সিমেন্টের ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা সভায় বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এ আর রশিদী। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: পুজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। 

বুধবার (৩১ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) পুষ্পগুচ্ছ হলে আয়োজিত কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় এ বোনাস শেয়ার ঘোষণা করা হয়।  
 
সভায় স্বাগত ও সমাপনী বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এ আর রশিদী।

 

রশিদী বলেন, দেশের সিমেন্ট শিল্প সামগ্রীর বাজার বিশ্বের মধ্যে ৪০তম। সিমেন্ট অন্যান্য নির্মাণ সামগ্রী উৎপাদনে বাংলাদেশ ইতিমধ্যে স্বনির্ভরতা অর্জন করেছে। দেশে চাহিদার চেয়ে বেশি সিমেন্ট উৎপাদন হলেও মানসম্পন্ন সিমেন্টের বিপুল চাহিদা রয়েছে। এ কথা বিবেচনায় রেখে মেঘনা সিমেন্ট কোম্পানি উৎপাদন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে।
 
তিনি বলেন, ডেনমার্কের একটি কোম্পানির কাছ থেকে ভাটিক্যাল রোলার মিল (ভিআরএম) মেশিন আমদানির চুক্তি স্বাক্ষর করেছে। এতে ব্যয় হবে ২৪৪ দশমিক ৮৪ কোটি টাকা। এটি বাস্তবায়ন করা হলে তা হবে কোম্পানির তৃতীয় বৃহত্তম সিমেন্ট কারখানা। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে এ প্রকল্পটি চালু করা যাবে বলে আমরা আশা করছি। এটি চালু হলে বছরে ২০ লাখ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন ও বাজারজাত করা যাবে।
 
সভায় ২০১৭-১৮ অর্থ বছরের কোম্পানির বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী, প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন হয়।  
 
বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এ আর রশিদীর সভাপতিত্বে মেঘনা সিমেন্টের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক খাজা আহমেদুর রহমান, পরিচালক মন্ডলীর পক্ষে ময়নাল হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব) মাহবুব হায়দার খান, আবু তাইয়েব, ইঞ্জিনিয়ার মাহবুব উজ জামান, প্রধান অর্থ কর্মকর্তা মো. তোফায়েল হোসেন, কোম্পানি সচিব নাসিমুল হাই। এছাড়াও কোম্পানির কর্মকর্তা, বিধিবদ্ধ নিরিক্ষকরা উল্লেখযোগ্য পরিমাণ শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।  
 
বার্ষিক সাধারণ সভায় ৩৫ জন শেয়ারহোল্ডারও বক্তব্য দেন।
 
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।