ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

৩শ’ কোটির ঘরে ডিএসই’র লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
৩শ’ কোটির ঘরে ডিএসই’র লেনদেন

ঢাকা: গত কয়েকদিন ধরেই লেনদেন খরায় ভুগছে দেশের পুঁজিবাজার। যার প্রভাব পড়েছে সূচকেও।এতে একদিকে যেমন সূচক কমছে, অন্যদিকে লেনদেন কমায় মূলধন হারাচ্ছে পুঁজিবাজার।

রোববার (১৭ ডিসেম্বর) সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমে এসেছে তিনশ’ কোটি টাকার ঘরে। পাশাপাশি সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

 

এদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে বেলা পৌনে ১১টা পর্যন্ত। এরপর লেনদেন ধীর থাকায় ও শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা দিনের শেষ সময় পর্যন্ত অব্যাহত থাকে।

দিন শেষে ডিএসইতে সূচক কমেছে ১৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৪ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, রোববার বাজারে ৯ কোটি ৮৩ লাখ ৬ হাজার ৪০৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৩৩৮ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০২ কোটি ৭৫ লাখ ৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৮৬ লাখ ৭৪ হাজার টাকা।  

ডিসেম্বরের শুরু থেকেই দরপতনে থাকা পুঁজিবাজারে ক্রমাগতভাবে কমছে লেনদেন। যার ফলে এক হাজার কোটি টাকার গড় লেনদেন রোববার নেমে এসেছে তিনশ’ কোটি টাকায়। ডিএসইতে রোববারের এ লেনদেন গত সাড়ে ৬ মাসের মধ্যে সর্বনিন্ম। এর আগে চলতি বছরের ৩০ মে ডিএসইতে লেনদেন হয়েছিলো ৩১৭ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬ দশমিক ৯২ পয়েন্ট কমে ৬ হাজার ২১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৭ দশমিক ৮৮ পয়েন্ট কমে ২ হাজার ২৩৯ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৩ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৪ দশমিক ১৮ পয়েন্ট কমে ১১ হাজার ৬২৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ২০ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ২৯৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৩০ কোটি ২২ লাখ ৬০ হাজার ৮০ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১২৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।