ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

চার কার্যদিবস পর সূচকের উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
চার কার্যদিবস পর সূচকের উত্থান

ঢাকা: টানা চার কার্যদিবস পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে ডিএসইতে কমেছে লেনদেন।

এর আগে গত বুধবার (০৫ ডিসেম্বর) থেকে সোমবার (১১ ডিসেম্বর) পর্যন্ত মোট চার কার্যদিবস উভয় বাজারে সূচক কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজারে উত্থান হয়েছে। মঙ্গলবার ব্যাংক খাতে তালিকাভুক্ত ত্রিশ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে মাত্র ১টির। অন্যদিকে আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ১টির আর অপরিবর্তিত রয়েছে ৩টির।

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার বাজারে ১২ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৭৬৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৪৩ কোটি ৯০ লাখ ৫৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯১ কোটি ২৪ লাখ ৫৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৩২ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১১ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৫৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১০৭ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭০৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৩০ কোটি ৫৭ হাজার ৩১৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৯১০ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ২১ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার ৫৭৪ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ৯৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।