ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
সূচক পতনে সপ্তাহ শুরু

ঢাকা: সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচক পতন শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯২ পয়েন্ট।

সূচকের পাশাপাশি উভয় বাজারে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে গত সপ্তাহের দুই কার্যদিবস বুধবার ও বৃহস্পতিবারসহ টানা তিন কার্যদিবস সূচক পতন হলো।

ডিএসই’র তথ্য মতে, রোববার বাজারে ১২ কোটি ২১ লাখ ৩ হাজার ৯৪৯টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৩২ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫১৭ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৮৪ কোটি ৮০ লাখ ১৩ হাজার টাকার।  

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৩ দশমিক ৭৯ পয়েন্ট কমে ৬ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৩ দশমিক ৮৫ পয়েন্ট কমে ২ হাজার ২৫০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক দশমিক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯২ দশমিক ০৩ পয়েন্ট কমে ১১ হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ২১ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার ৫৭৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৩ কোটি ৭ লাখ ৩৫ হাজার ৯১৩ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৪৬ লাখ ৩৭ হজার টাকা।  
 
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।