ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে দরপতন অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
পুঁজিবাজারে দরপতন অব্যাহত

ঢাকা: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সূচক পতনের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদনে হয়েছে।
 

দিনভর সূচক পতন শেষে এদিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪০ পয়েন্ট।



সূচকের পাশাপাশি উভয় বাজারে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর আগের দিন বুধবারও উভয় বাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ১৪ কোটি ২১ লাখ ৪৩ হাজার ১৩৯টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫১৭ কোটি ১২ লাখ ২৯ হাজার টাকা।

এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৮৪ কোটি ৮০ লাখ ১৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো৬৪৮ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮ দশমিক ৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৮পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৭ দশমিক ৪০ পয়েন্ট কমে ২ হাজার ২৬৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক দশমিক ০১ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪০ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১১ হাজার ৬৮৫পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ২৩কোটি ৭ লাখ ৩৫ হাজার ৯১৩টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি৪৬ লাখ ৩৭ হজার টাকা। তার আগের দিন লেনদনে হয়েছিলো ৩২ কোটি ৩২ লাখ ৩৬ হাজার টাকা।
 
সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টিকোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।