ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই কার্যদিবস পর সূচকের উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
দুই কার্যদিবস পর সূচকের উত্থান

ঢাকা: টানা দুই কার্যদিবস পতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে।

এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এর আগের রোব ও সোমবার উভয় বাজারে দরপতন হয়েছিলো।

মঙ্গলবার ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনেদেন শুরু হয়ে চলে সকাল ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন, যা অব্যাহত ছিলো দুপুর ১২টা ২৩ মিনিট পর্যন্ত। তবে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে দিনের বাকি লেনদেন হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ২৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৬ পয়েন্ট।

এদিন ব্যাংক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজারে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
 
ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার বাজারে ১৬ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ৪৩৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৪৮কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা। এর আগের দিন লেনদনে হয়েছিলো ৬৮৭ কোটি ১১ লাখ ৩৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো৫৭৩ কোটি ৭৬ লাখ ১৯ হাজার টাকার।  

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১১দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৩ দশমিক ৪০পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১২৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৮২ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৩২ কোটি ৩২ লাখ ৩৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩১ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ৭৭৫ টাকা। তারআগের দিন লেনদেন হয়েছিলো ৩০ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৮০৮ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।