ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংক খাতে সূচকের উত্থানে সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ব্যাংক খাতে সূচকের উত্থানে সপ্তাহ পার

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। 

এ দিন ব্যাংক খাতের বেশির ভাগ শেয়ারের পাশাপাশি বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় দুই বাজারে সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

দিনভর সূচকের ওঠানামা শেষে বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৬২ পয়েন্ট বেড়েছে।  

ফলে গত মঙ্গলবার (২১ নভেম্বর) সূচকের পতনের পর বুধবার (২২ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৩ নভেম্বর) টানা দুইদিন সূচক  বাড়লো। তার আগেও টানা তিন কার্যদিবস সূচক বেড়েছে। সব মিলিয়ে চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবস উভয় বাজারে লেনদেন হয়েছে। এর মধ্যে চার কার্যদিবস স‍ূচক বাড়ালো। কমেছে এক কার্য দিবস।  

ডিএসই-এর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ২৪ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ১১৮ টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৮৫৪ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার টাকার। এর আগের দিন লেনেদেন হয়েছিলো ৮৯৮ কোটি ৫২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয় ১ হাজার ৯১ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকা।  

তারও আগের দিন ১ হাজার ১৫৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়।  
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৩ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৪৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৯৭ কোটি ১২ লাখ ৬৩ হাজার ৬১৫ টাকার।  

এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৩৫৭ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬১ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৮৫১ টাকার। তারও আগের দিন ৬৮ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৩৮ টাকা লেনদেন হয়।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৮০টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬৫৬ঘণ্টা,  নভেম্বর ২৩, ২০১৭
এমএফআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।