ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মঙ্গলবার দরপতনে মূল্যসংশোধন পুঁজিবাজারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
মঙ্গলবার দরপতনে মূল্যসংশোধন পুঁজিবাজারে

ঢাকা: টানা তিন কার্যদিবস সূচক বৃদ্ধির পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ নভেম্বর) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি উভয় বাজারে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। আর এসবের ফলে কমেছে বাজার মূলধনও।

মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে দিনের লেনদেন শুরু হলেও ১১টা ২৩ মিনিটের পর  শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের পতন। যা অব্যাহত ছিলো দিনের লেনদেনের বাকি সময় পর্যন্ত।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৩৭ পয়েন্ট। একই দিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৯ পয়েন্ট।

এদিকে টানা তিনদিন সূচক বৃদ্ধির পর মঙ্গলবার সূচকের পতনকে বাজারের মূল্যসংশোধন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, উত্থানের পর পতন এটা পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম। এতে বিচলিত হওয়ার কিছু নেই।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ৩০ কোটি ৮৭ লাখ ৬ হাজার ১৪৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৯১ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৫৮ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৭০ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা। তারও আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩৭ কোটি ৯৮ লাখ ৩২ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৭ দশমিক ২৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৭ দশমিক ৩৮ পয়েন্ট কমে ২ হাজার ২৬৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৩৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৬৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৯ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১১ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৮৫১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৩৮ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪ কোটি ৮ লাখ ২১ হাজার ৫৭৩ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬১ কোটি ২১ লাখ ৭৯ হাজার ১৪৯ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।