ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংক খাতের দাপটে সূচকে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ব্যাংক খাতের দাপটে সূচকে উত্থান

ঢাকা: সূচক উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ নভেম্বর) দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি উভয় বাজারে বেড়েছে লেনদেন।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৬৭ পয়েন্ট।

 

লেনদেন বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে ডিএসইতে টানা পাঁচ কার্যদিবস সূচক বাড়লো। এর আগে গত রোববার (০৫ নভেম্বর) ডিএসইতে সূচক কমেছিলো।

এদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়ে চলে বেলা ১১টা ৯ মিনিট পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে সূচক কিছুটা কমতে থাকে। যা অব্যাহত ছিলো দুপুর সোয়া ১২টা পর্যন্ত। তবে দিনের বাকি লেনদেন হয় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়। এদিন ব্যাংক খাতের শেয়ারের দাম বাড়ায় বাজারে উত্থান হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বাজারে তালিকাভুক্ত ত্রিশটি ব্যাংকের মধ্যে ২৮টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১টির আর অপরিবর্তিত রয়েছে ১টি ব্যাংকের শেয়ারের দাম। অন্যদিকে বাজারে তালিকাভুক্ত বিশটি খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে।

ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে ২৮ কোটি ৫ লাখ ৮০ হাজার ৫৫৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৯৮৩ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৮৭০ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার টাকা।
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৩ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৫ দশমিক ২৪ পয়েন্টে বেড়ে ২ হাজার ২৫৯ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ সূচক ১ দশমিক ৬০ পয়েন্ট  বেড়ে ১ হাজার ৩৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ২০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৭ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৮৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন বাজারে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৯১৮ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।