ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

কেনার চেয়ে বেশি শেয়ার বিক্রি করছেন বিদেশিরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
কেনার চেয়ে বেশি শেয়ার বিক্রি করছেন বিদেশিরা ডিএসই

ঢাকা: শেয়‍ার কেনার চেয়ে বেশি বিক্রি করে পুঁজিবাজার থেকে টাকা তুলে নিচ্ছেন বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা। ফলে আগস্ট ও সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন ও প্রকৃত বিনিয়োগ কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, অক্টোবর মাসে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোতে নজরদারি বাড়ায়। সেই সময় নিয়মের বেশি পুঁজিবাজারে বিনিয়োগের কারণে সাতটি ব্যাংকে জরিমানা করা হয়।

একই সঙ্গে আরো আটটি ব্যাংকে জরিমানা করতে যাচ্ছে এমন খরবে বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করারক্ষেত্রে সতর্ক অবলম্বন করেন।
 
এ ছাড়াও কম দামে শেয়ার কেনার পর এখন ভাল দাম শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন তারা। ফলে এই দুই কারণে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমেছে।
 
ডিএসইর তথ্য মতে, অক্টোবর মাসে ডিএসইতে বিদেশি ও প্রবাসীদের মোট লেনদেন হয়েছে ৬৪২ কোটি ২ হাজার ৭৩২ টাকার। তার আগের মাস সেপ্টেম্বরে লেনদেন হয়েছিলো ৯৪৬ কোটি ৫৬ লাখ টাকার। তার আগের মাস আগস্টে লেনদেন হয়েছিলো ৮৩৩ কোটি ৯৪ লাখ টাকার।
 
শুধু তাই নয়, অক্টোবরে ৬৪২ কোটি ২ হাজার লেনদেনের মধ্যে বিদেশিরা শুধু শেয়ার বিক্রি করেছেন ৩৯৬ কোটি টাকার। তার বিপরীতে ২৪৫ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৬২৮ টাকার শেয়ার কিনেছেন। অর্থাৎ এই মাসে ডিএসইতে নিট বিনিয়োগ হয়েছে ১৫১ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৪৭৫ টাকা।
 
অথচ সেপ্টেম্বর মাসে বিদেশি ও প্রবাসীদের মোট লেনদেন হয়েছিলো ৯৪৬ কোটি ৫৬ লাখ টাকার। এর মধ্যে ৫৬০ কোটি  ৫১ লাখ টাকার শেয়ার  কিনেছিলো। তার বিপরীতে ৩৮৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন।
 
তার আগের মাস আগস্টে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছিলো ৮৩২ কোটি ৯৪ লাখ টাকার। এর মধ্যে ৪৩২ কোটি ২২ লাখ টাকার শেয়ার কিনেছে। আর বিক্রি করেছেন ৪০০ কোটি টাকার শেয়ার।
 
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম মজুমদার বাংলানিউজকে বলেন, অক্টোবর মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বিনিয়োগ নিয়ে ব্যাংলাদেশ ব্যাংকের কঠোর নির্দেশনার পর সব ধরনের বিনিয়োগকারী হাত গুটিয়ে নিয়েছে।
 
এ কারণে ডিএসইতে দৈনিক লেনদেন হাজার কোটি টাকার থেকে ৫০০ কোটি টাকায় নেমে আসে। এতে দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিযোগকারাও নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হয়েছে।
 
তবে তারা নতুন করে বিনয়োগের জন্য উপযুক্ত কোম্পানি খুঁজছেন বলে মনে করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।