ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারের সূচক পতন অব্যাহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
পুঁজিবাজারের সূচক পতন অব্যাহত

ঢাকা: দিনভর সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ অক্টোবর) লেনদেন হয়েচে দেশের পুঁজিবাজারে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৪ পয়েন্ট। এছাড়া ২৫ পয়েন্ট সূচক কমেছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

এই সূচকের পতনের মধ্যে দিযে সিএসইতে দরপতন হলো টানা তিন কার্যদিবস। ডিএসইতেও দরের পতন হয় টানা দুই কার্যদিবস।

তবে তার আগে বৃহস্পতি ও রোববার সূচক বেড়েছিলো টানা দুই কার্যদিবস।

মঙ্গলবার ডিএসইতে ১২ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ১৯৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৩৬ কোটি ৭ লাখ ৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫২৩ কোটি ২৫ লাখ ৮৩ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১ দশমিক ৩১ পয়েন্ট কমে ২ হাজার ১৭৩ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ সূচক ৩ দশমিক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৩২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৫ দশমিক ০৮ পয়েন্ট কমে ১১ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২৭ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার ৭২৬ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৪১১ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।