ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বুধবার কমেছে লেনদেন ও সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
বুধবার কমেছে লেনদেন ও সূচক

ঢাকা: দিনভর সূচকের ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ অক্টোবর) লেনদেন হয়েছেন দেশের পুঁজিবাজারে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে টানা দুই কার্যদিবস পর উভয় বাজারে সূচক কমলো। এর আগে সোম ও মঙ্গলবার উভয় বাজারে সূচক বেড়েছে। তবে তার আগের টানা তিন কার্যদিবস সূচকের পতন হয়েছিলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতে এখন মূল্য সংশোধন হচ্ছে। আর এর প্রভাব পড়েছে পুরো বাজারে। এদিন ব্যাংক খাতে তালিকাভুক্ত ত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২২টির, দাম বেড়েছে ৫টির আর অপরিবর্তিত রয়েছে তিনটি ব্যাংকের শেয়ারের দাম। এর আগের দিনও বেশির ভাগ ব্যাংকের শেয়ারের দাম কমেছে।

তবে প্রকৌশল, বিদুৎ ও জ্বালানি এবং বিমা খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে বড় দরপতন  থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার। ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ১৩ কোটি ৭১ লাখ ৩৩ হাজার ৭৪৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫২৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬১৫ কোটি ৬৮ লাখ ২৩ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ৪৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৩ দশমিক ৬১পয়েন্ট কমে ২ হাজার ১৭৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ২ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫ টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১১ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৮৯৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার ৩৫৭ টাকার।   

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।