ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টানা দুই দিন সূচকের উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
টানা দুই দিন সূচকের উত্থান

ঢাকা: গত কার‌্যদিবসের মতো সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারেও (১৪ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে।

দিনভর সূচকের ওঠামানা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। দেশের অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৫৪ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর ফলে বুধ ও বৃহস্পতিবার টানা দুই কার্যদিবসে সূচক বাড়লো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বস্ত্র ও বিমা খাতসহ বড় বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম দেশের উভয় বাজারে উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৫ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৫৩৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ১২৪ কোটি ২১ লাখ ৬৪ হাজার টাকা।  

এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৪২৪ কোটি ৩৬ লাখ ৩৯ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২০৩ কোটি ৪৭ লাখ ১ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১৫২ কোটি ৩৪ লাখ ৪২ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৩ পয়েন্টে বেড়ে ২ হাজার ২২৫ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১২ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৫৪ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৫০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৩২৩ লাখ ৭০ হাজার ৫৯১ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৭ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৪৮৪ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৮ কোটি ৭১ লাখ ৬৫ হাজার ৪৭১ টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭১কোটি১৩ লাখ ৫ হাজার ২০১ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।