ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ইসলামী ব্যাংক ও লংকাবাংলার বন্ড অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
ইসলামী ব্যাংক ও লংকাবাংলার বন্ড অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক লিমিটেড এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৫০০ কোটি টাকা করে বন্ড ছাড়ার অনুমোদেন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা।

বৃহস্পতিবার (আগস্ট১০) পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬০৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি’র নির্বাহী পরিচালক সাইফুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

কোম্পানি দু’টির মধ্যে ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল মুদারাবা সাব-অর্ডিনেন্ট বন্ড অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর।

বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে-বন্ডটি অরূপান্তরযোগ্য। এই বন্ডটি ৭ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি পুঁজিবাজারে তালিকাভুক্তির যোগ্য নয়। মুদারাবা সাব-অর্ডিনেন্ট বন্ড। আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি মধ্যে প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করতে পারবে। টায়ার টু বাস্তবায়ন করতে এই বন্ড ছাড়ছে কোম্পানিটি। বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

অপর কোম্পানি হলো আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এই কোম্পানিকে ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি। বন্ডের মেয়াদ হবে ৩ বছর।
বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- বন্ডটি অরূপান্তরযোগ্য। এ বন্ডটি ৩ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। যা বাণিজ্যিক ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করতে পারবে।

বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।