ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

৬ মাসে ডিএসইর রাজস্ব বেড়েছে ৮২ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
৬ মাসে ডিএসইর রাজস্ব বেড়েছে ৮২ কোটি টাকা

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে অর্থাৎ ৬ মাসে ১৫৭ কোটি ৯৭ লাখ ২৩ হাজার ১৭ টাকা রাজস্ব দিয়েছে। যা আগের বছরের একই সময়ে ছিলো ৭৫ কোটি ২৮ লাখ ১২ হাজার ৪৬১ টাকা। 

সে হিসেবে গত বছরের তুলনায় রাজস্ব বেড়েছে ৮২ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৫৫৬ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


 
জানা যায়, চলতি বছরের প্রথম ৬ মাসে ডিএসই সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ১১৩ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৯৬৫ টাকা। যা এর আগের বছরের ৬ মাসে ছিল ৫১ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ৯৮৪ টাকা। সে হিসেবে ডিএসই সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব বেড়েছে ৬১ কোটি ৩৩ লাখ ৯২ হাজার ৯৮১ টাকা।
 
এছাড়া উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ৪৪ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার ৫২ টাকা। যা আগের বছরের ৬ মাসে ছিল ২৩ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৪৭৭ টাকা।  

অর্থাৎ উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় বেড়েছে ২১ কোটি ৩৫ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা।
 
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।