ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ আগস্ট) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫ দশমিক ৯৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন, তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।  

এর ফলে টানা দুই কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়লো।

এর আগের কার্যদিবস বৃহস্পতিবার (০৩ আগস্ট) উভয় বাজারে সূচক পতন হয়েছিলো। তবে তার আগের টানা তিন কার্যদিবস বাজারে উত্থান হয়েছে।

ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে ৪৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ১০৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১১৮৭ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯১৩ কোটি ৩২ লাখ ২ হাজার টাকার। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ১ হাজার ৭৭ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার টাকা।  

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক বাড়লেও ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ৯৯ পয়েন্ট কমে ২ হাজার ১২৫ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টি, কমেছে ২০১টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৭ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৯৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৬৭৯ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ২১১ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টি, কমেছে ১৪৯টি এবং ২১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়:  ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এমএফআই/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।