ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বেড়েছে সূচক কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
বেড়েছে সূচক কমেছে লেনদেন

ঢাকা: শুরুর দিনগুলোর মতোই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ জানুয়ারি) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। 

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯৫ পয়েন্ট।

এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে ডিএসইতে টানা তিন কার্যদিবস সূচক বাড়লো।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ৬৮ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৬৪৯টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ২ হাজার ১৩ কোটি ৪৪ লাখ ৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২ হাজার ১৮০ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৬৮ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকা।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৮ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭০৮ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪০ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৪ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০১ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৯৯টির এবং আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার।
 
সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ বাজারে লেনদেন হয়েছে ১১৯ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৭৯২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১১৯ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ৫৪৬ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১০০ কোটি ২ লাখ ৪১ হাজার ৪৬০ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৬৫টির এবং ১২ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।