ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

নতুন মাইলফলকে ডিএসই’র সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
নতুন মাইলফলকে ডিএসই’র সূচক

ঢাকা: আগের দিনগুলোর ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪২ পয়েন্টে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়া নতুন সূচকের সর্বোচ্চ অবস্থান ছিলো ৫ হাজার ৩৩৪.০৪ পয়েন্ট।

যা হয়েছিলো ২০১৪ সালের ১২ অক্টোবরে। বৃহস্পতিবার সেই রেকর্ড অতিক্রম করেছে ডিএসইএক্স।

ডিএসইর পাশাপাশি দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট।

এর ফলে উভয় বাজারে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হলো। তবে তার আগের দিন অর্থাৎ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার টানা ১০ কার্যদিবস সূচক বাড়ার পর মূল্য সংশোধন হয়।

এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৪৭ কোটি ৬ লাখ ৮৪ হাজার ৫৮০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ১ হাজার ৫১৬ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৭০৪ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৯৬ কোটি ৯৪ লাখ ২৯ হাজার টাকা।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪২ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ২ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১০ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১ হাজার ২৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৫৮টির এবং আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার।  

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৯ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার ১৪৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯৬ কোটি ৯৫ লাখ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১০৮ কোটি ৯৩ লাখ ২ হাজার ৬৫৬ টাকা।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৩৭টির এবং ১৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।