ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বাড়লো টানা আট কার্যদিবস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
ডিএসইতে সূচক বাড়লো টানা আট কার্যদিবস

ঢাকা: দিনভর সূচকের ওঠানামা শেষে ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস (০৩ মঙ্গলবার) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর ফলে ডিএসই ও সিএসইতে টানা আট কার্যদিবস সূচক বাড়লো।

নতুন বছরের তৃতীয় কার্যদিবস দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৩৫ পয়েন্ট।

পাশাপাশি উভয় বাজারে বেড়েছে বাজার মূলধধন।  

উভয় বাজারে সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে সিএসইতে আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ৪১ কোটি ১২ লাখ ৮৮ হাজার ৭৬৩টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ১ হাজার ৩৯১ কোটি ৯ লাখ ৫৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ১ হাজার ৪৪৮ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৯৯৩ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩৭ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ১১ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫২ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।  
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৯০ লাখ ২১ হাজার ৩৫৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৮ কোটি ৪৫ লাখ ৫৮ হাজার ১৬৭ টাকা। তার আগের দিন লেনদেন হয় ৬২ কোটি ১১ লাখ ৪৯ হাজার ৮২৪ টাকা।  

লেনদেন হওয়া ২৬৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৩৪টির এবং ২৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।