ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শুরু

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৬ ডিসেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৬ ডিসেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৭৩ পয়েন্ট।

সূচকের পাশাপাশি এদিন বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

সোমবার ডিএসইতে ৪০ কোটি ৮১ লাখ ৭৮ হাজার ৬৮৪টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ১ হাজার ৮১ কোটি ৮০ লাখ ৯২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৯’শ কোটি টাকা।

এদিন তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৬ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯৩ পয়েন্টে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৮ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৫.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৭২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩০ লাখ ৪৮ হাজার টাকার কিছু বেশি। লেনদেন হওয়া ২৫৪টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ৬৫টির এবং ১৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।