ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক উত্থানে সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
সূচক উত্থানে সপ্তাহ পার

ঢাকাঃ আগের দুই কার্যদিবসের মতো সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবস পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪০ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৬৯ পয়েন্ট।

ফলে টানা পাঁচ কার্যদিবস পর টানা তিন কার্যদিবস সূচক বাড়লো। তার আগের পাঁচ কার্যদিবস (২৫ অক্টোবর-৩১ অক্টোবর) উভয় বাজারে দরপতন হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর)  সূচকের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম, বেড়েছে বাজার মূলধনও। একই ধারা অব্যাহত ছিলো চট্টগ্রামের বাজারেও।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ১৫ কোটি ৬১ লাখ ৬ হাজার ১৪৫টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে ৫০৩ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হযেছিলো ৪৫৭ কোটি ৪ লাখ ৪৮ লাখ টাকা।  

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৯.৬৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৭২.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএসই-৩০ মূল্যসূচক ১৭.৮৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৭.৭৬ পয়েন্ট এবং ডিএসইএ শরীয়াহ্ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।  

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৮.৮৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।  
সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার ৯৪০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৮ কোটি ৫৪ লাখ ১২ হাজার ৫০৩ টাকা।  

সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৬৬টির, অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।