ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ পার

ঢাকা: নতুন মাসের প্রথম সপ্তাহ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পার করলো দেশের পুঁজিবাজার। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।

আগের তিন কার্যদিবসের মতোই বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।

এ নিয়ে টানা চার কার্যদিবস উভয় বাজারে সূচক বাড়লো। এর আগের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দরপতন হয়েছিলো।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২২ কোম্পানির ১৬ কোটি ৫৯ লাখ ০৭ হাজার ৮১০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪৮৮ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫২৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬২ কোটি ২৩ লাখ ২৬ হাজার ৯ টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯.৬৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২৩.৭২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ০.৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৪.৫৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১.৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩১.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫.৩৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৩৭.৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৭০ লাখ ১৮ হাজার ৮৮১ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮ কোটি ৪০ লাখ ৭ হাজার ৫১৭ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩ কোটি ৪৮ হাজার ৪৮ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২৫০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ৮০৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এমএফআই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।