ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বেড়েছে লেনদেন, কমেছে বেশির ভাগ শেয়ারের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
বেড়েছে লেনদেন, কমেছে বেশির ভাগ শেয়ারের দাম

ঢাকা:  সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৩ অক্টোবর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন উভয় বাজারে লেনদেন বেড়েছে।

তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর আগের কার্যদিবস দরপতন হয়েছিলো। তবে তার আগের দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছিলো।  

সোমবার সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সার্পোটে সূচক বাড়তে শুরু করে। যা অব্যাহত ছিলো বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এরপর শুরু হয় সূচকের ওঠানামা। যা ছিলো বেলা দেড়টা পর্যন্ত। তবে শেয়ার বিক্রির চাপে দিনের শেষ ঘণ্টা লেনদেন হয়েছে সূচকের নিন্মমুখী প্রবণতায়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে শূন্য দশমিক ২০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ৮.০৪ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির ১৮ কোটি ২২ লাখ ১৬ হাজার ৮৫৯টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫৯৬ কোটি ৯৭ লাখ ৭৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩১ কোটি ২৪ লাখ ২৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮১ কোটি ৬০ লাখ ১৭ হাজার টাকা।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ০.২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯১.১৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২.১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৪.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮.০৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৭৪.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৪ লাখ ৮৭ লাখ ৪৩৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩০ কোটি ২৮ লাখ ৩৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৪৪ লাখ ৫১ হাজার ১৭১ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।