ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই বাজারে বেড়েছে সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
দুই বাজারে বেড়েছে সূচক

ঢাকা: দিনভর সূচকের ওঠানামা শেষে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৫ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।  

তবে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেন, সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

 

এর ফলে দেশের উভয় বাজারে টানা তিন কার্যদিবস সূচক বাড়লো। তবে তার আগের টানা নয় কার্যদিবস সূচক পতন হয়েছিলো।

সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা। যা দিনের অবশিষ্ট সময় পর্যন্ত অব্যাহত ছিলো। দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ৬ পয়েন্ট, সিএসইতে বেড়েছে ২১ পয়েন্ট।  

ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার। অপরদিকে সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার।

এদিন ডিএসইতে মোট ৩২১টি কোম্পানির ১১ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৬০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪২৫ কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮০ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকা।  
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬.২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৩.৬৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫১.৫৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২.৫৬ পয়েন্ট বেড়ে ১১০৬.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।  

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২০.৬৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৩৩ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৩ লাখ ৭ হাজার ৬৭৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৬ কোটি ৭৫ লাখ ৮২ হাজার ৪৪৫ টাকার।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫,২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।