ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতন গড়ালো অষ্টম কার্যদিবসে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
সূচক পতন গড়ালো অষ্টম কার্যদিবসে

ঢাকা: দেশের পুঁজিবাজারে সূচক পতন হলো টানা অষ্টম কার্যদিবস। আগের সাত কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কর্যদিবস মঙ্গলবার (৩০ আগস্ট) দিনভর সূচকের ওঠানামা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।  

এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি  কমেছে বেশির ভাগ শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেন।  

মঙ্গলবার ডিএসইতে সূচক কমেছে ১০ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে কমেছে ৯ পয়েন্ট।

ডিএসইতে মোট ৩২২টি কোম্পানির ১২ কোটি ৭০ লাখ ১১ হাজার ৪৬৩টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫৩১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার। আগের দিন লেনদেন হয়েছিলো ৪১০ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকার।
 
এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০.৩৮ পয়েন্ট কমে ৪৫২৩.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১.৫৬ পয়েন্ট কমে ১৭৩৪.৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২.৯০ পয়েন্ট কমে ১০৯৮.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।  

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের।  

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৯.৭১ পয়েন্ট কমে ৮ হাজার ৪৬৬ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৮৭ টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ১৯ কোটি টাকার কিছু বেশি।  

লেনদেন হওয়া ২৫১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ৩০,২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।