ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দুই বাজারে সূচক কমেছে সামান্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
দুই বাজারে সূচক কমেছে সামান্য

ঢাকা: সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৯ আগস্ট) পুঁজিবাজারে দিনভর লেনদেন হলেও দিনশেষে উভয় বাজারে সূচক সামান্য কমেছে। তবে বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর আগের দিন সোমবার (০৮ আগস্ট) উভয় বাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছিলো। তবে তার আগের দিন রোববার সূচক পতন হয়।
 
মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত। এ সময়ে ডিএসইতে সূচক বাড়ে ১১ পয়েন্ট। এরপর শেয়ার বিক্রির প্রবণতায় সূচকের ওঠানামা শুরু হয়, যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিন শেষে ঢাকা ও চট্টগ্রামের বাজারে ১ পয়েন্ট করে সূচক কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা এখনো আস্থাহীনতায় ভুগছেন। এ কারণে শেয়ারের দাম একটু বাড়লেই বিক্রি করে দিচ্ছেন। ফলে ক্রেতার তুলনায় বিক্রেতা বেশি থাকায় সূচক পতন হচ্ছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২৫টি কোম্পানির ১০ কোটি ২১ লাখ ৫২ হাজার ১৬৬টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪৫৪ কোটি ৪ লাখ ৩১ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬৩ কোটি ২৮ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪১৮ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৬৩৪ টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১.৪৩ পয়েন্ট কমে ৪৫৬৭.৬৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৬১ পয়েন্ট কমে ১৭৮৩.০৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২.১৯ পয়েন্ট কমে ১১১৮.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারের।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ০.৯২ পয়েন্ট কমে ৮ হাজার ৫৬১ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি টাকা।

লেনদেন হওয়া ২৩৭টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৮টির কমেছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ০৯,২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।