ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টানা দ্বিতীয় দিন বাড়লো সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
টানা দ্বিতীয় দিন বাড়লো সূচক

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (জুলাই ১২) পুঁজিবাজারে উত্থান হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের উভয় বাজারে বেড়েছে লেনদেন, সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

যদিও প্রথম কার্যদিবসের লেনদেনে সূচক নিম্নমুখী ছিল।

দিন শেষে ঢাকার বাজারে সূচক বেড়েছে ৪০ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ৫৬ পয়েন্ট।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে ৩২৩টি সিকিউরিটিজের ১২ কোটি ৮০ লাখ ২৫ হাজার ৩৮৪টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে ৩৯৪ কোটি ১১ লাখ ২২ হাজার টাকা।

আগের দিন লেনদেনের পরিমাণ ছিলো ২৭২ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৯.৫৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ৯.৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৫.৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৫৬.০৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৩ লাখ ৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ১৩ কোটি ৫৮ লাখ টাকা।

লেনদেন হওয়া ২৫৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত আছে ৪০টির।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।