ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বাজেট ঘোষণার দিন পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুন ২, ২০১৬
বাজেট ঘোষণার দিন পুঁজিবাজারে উত্থান

ঢাকা: নতুন অর্থবছরের বাজেট ঘোষণার দিন দেশের দুই পুঁজিবাজারে উত্থান হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম সপ্তাহের দ্বিতীয় ও সপ্তাহের শেষ কার্যদিবসে দিনভর সূচকের ওঠানামা শেষে ঢাকার বাজারে সূচক বেড়েছে ২৪ পয়েন্ট, চট্টগ্রামে বেড়েছে ৫০ পয়েন্ট।

 

এর আগের টানা দুই কার্যদিবস দরপতনের পর বাজেট অধিবেশনের আগের দিন বুধবার (০১ জুন) ঢাকার বাজারে সূচক বাড়লেও চট্টগ্রামের বাজারে কমেছিলো। তবে বৃহস্পতিবার (০২ জুন) উভয় বাজারে সূচক বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এবারের  বাজেটে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক। তারা প্রত্যাশা করছেন, মন্দার পুঁজিবাজারকে স্থিতিশীল করতে এবারের বাজেটে বিশেষ চমক থাকবে। এর ফলে নতুন বছরের শুরু থেকেই ইতিবাচক ধারায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
 
বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ১৫ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫৮ কোটি টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত আছে ৫৫টি।
 
তবে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৫০ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৬৬ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি টাকা।

লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত আছে ৪৩টি।
 
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুন ০২, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।